দিনাজপুর-৬ আসনে ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডাঃ এ জেড এম জাহিদ হোসেনের পক্ষে মনোনয়নপত্র উত্তোলন করেছেন উপজেলা বিএনপির নেতাকর্মীরা।
সোমবার (২২ ডিসেম্বর) দুপুর পৌনে ৩ টার দিকে নবাবগঞ্জ উপজেলা রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার জিল্লুর রহমানের কার্যালয় থেকে এই মনোনয়নপত্র উত্তোলন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি আতিকুর রহমান রাজা, নবাবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, সহসভাপতি নুরুল হক নুরু, বিনোদনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রবিউল ইসলামসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।