"চিন্ময় কৃষ্ণ দাসের কার্যক্রম ও বক্তব্যের জন্য ইসকন কোনোভাবেই দায়ী নয়"

নিজস্ব প্রতিবেদক
ইনিউজ ডেস্ক
প্রকাশিত: বৃহঃস্পতিবার ২৮শে নভেম্বর ২০২৪ ০৫:০৯ অপরাহ্ন
"চিন্ময় কৃষ্ণ দাসের কার্যক্রম ও বক্তব্যের জন্য ইসকন কোনোভাবেই দায়ী নয়"

ইসকন বাংলাদেশ এর সাধারণ সম্পাদক চারু চন্দ্র দাস ব্রহ্মচারী বৃহস্পতিবার (২৮ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে দাবি করেছেন, চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডে চিন্ময় কৃষ্ণ দাসের কোনো সম্পৃক্ততা নেই। তিনি বলেন, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের কারণে চিন্ময় কৃষ্ণ দাস অনেক আগেই ইসকনের সকল পদ থেকে অব্যাহতি পেয়েছেন এবং তার কর্মকাণ্ডের সঙ্গে ইসকন বাংলাদেশের কোনো সম্পর্ক নেই।


চারু চন্দ্র দাস ব্রহ্মচারী বলেন, "চিন্ময় কৃষ্ণ দাসের কার্যক্রম ও বক্তব্যের জন্য ইসকন কোনোভাবেই দায়ী নয়।" তিনি আরো বলেন, “চট্টগ্রামে সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় ইসকন বাংলাদেশকে দোষারোপ করার চেষ্টা করা হচ্ছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন।” তিনি এই মিথ্যাচারের বিরুদ্ধে সতর্ক করে দিয়ে বলেন, কিছু মহল ইচ্ছাকৃতভাবে ইসকনের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে এবং সংগঠনটিকে নিষিদ্ধ করার মতো অযৌক্তিক দাবি তুলছে।


এদিকে, ইসকন বাংলাদেশ এর সাধারণ সম্পাদক স্পষ্টভাবে জানিয়েছেন, চিন্ময় কৃষ্ণ দাস এবং তার সহযোগী ব্যক্তিদের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের কারণে তাদের ইসকনের সাংগঠনিক পদবী ও কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়। তিনি জানান, গত ৩ অক্টোবর অফিসিয়াল বিবৃতির মাধ্যমে চিন্ময় কৃষ্ণ দাসের আর ইসকনের মুখপাত্র হওয়ার কোনো অধিকার নেই বলে ঘোষণা করা হয়েছিল। "তাদের বক্তব্য সম্পূর্ণ ব্যক্তিগত," বলেন তিনি। 


চারু চন্দ্র দাস আরো বলেন, "আমরা এরই মধ্যে সংবাদ সম্মেলনের মাধ্যমে ও সরকারের বিভিন্ন পর্যায়ে বিষয়টি পরিষ্কার করেছি, কিন্তু এখনও কিছু পক্ষ মিথ্যাচারের মাধ্যমে আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।" তিনি আরো জানান, সড়ক দুর্ঘটনাসহ নানান ঘটনার সঙ্গে ইসকন বাংলাদেশকে জড়িয়ে দেয়ার অপচেষ্টা চলছে।


ইসকন বাংলাদেশের সাধারণ সম্পাদক এসব অভিযোগের তীব্র প্রতিবাদ জানিয়ে, সংগঠনটির প্রতি জনগণের আস্থার ওপর আঘাত হানার চেষ্টা যারা করছে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে প্রশাসনের কাছে আহ্বান জানান।