
প্রকাশ: ৬ ডিসেম্বর ২০২৫, ১৭:৫৯

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ–তাড়াশ–সলঙ্গা আংশিক) আসনে বিএনপির মনোনয়নকে কেন্দ্র করে একটি ভিডিও ও কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ভিডিওতে দেখা যায়, সম্ভাব্য দলীয় মনোনীত প্রার্থী ভিপি আয়নুল হকের সঙ্গে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কথা বলছেন একই আসনের আরেক মনোনয়নপ্রত্যাশী রাহিদ মান্নান লেনিন। এতে অনেকেই ধারণা করেন—লেনিন তাঁর রিভিউ আবেদন প্রত্যাহার করে ভিপি আয়নুলের পক্ষে অবস্থান নিয়েছেন।
