প্রকাশ: ২ ডিসেম্বর ২০২৫, ১২:১১

মাদারীপুরের শিবচরে ঢাকা–ভাঙ্গা এক্সপ্রেসওয়ের আড়িয়াল খাঁ সেতুর ওপর যাত্রীবাহী বাস ও ট্রাকের ভয়াবহ সংঘর্ষে তিনজন নিহত এবং অন্তত ১৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল সোয়া ৯টার দিকে ঘটনাটি ঘটে। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা না গেলেও শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম বেলা পৌনে ১১টার দিকে তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
