স্থানীয় সূত্রে জানা যায়, ভবানী জীবনপুর গ্রামের পন্ডিত বাড়ির আব্দুল করিম তার বিল্ডিংয়ের পাশে একটি গাছের ডাল কাটছিলেন। ওই সময় পাশের রাস্তা দিয়ে যাচ্ছিলেন সৈয়দ আহাম্মদ খোকন। হঠাৎ কাটা গাছের ডালে জড়িয়ে থাকা বিদ্যুতের তার ছিঁড়ে খোকনের শরীরে পড়ে। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে বেগমগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
থানার উপপরিদর্শক (এসআই) কুতুব উদ্দিন লিয়ন বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়া মরদেহ নেওয়ার আবেদন জেলা ম্যাজিস্ট্রেটের কাছে করা হয়েছে।