প্রকাশ: ১ অক্টোবর ২০২৫, ১১:১১
দিনাজপুরের হাকিমপুর উপজেলার আলিহাট ইউনিয়নের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেন শিল্পী। মঙ্গলবার বাদ মাগরিব থেকে তিনি পরিদর্শন কার্যক্রম শুরু করেন এবং প্রতিটি মণ্ডপে উপস্থিত ভক্ত ও দর্শনার্থীদের সাথে কুশল বিনিময় করেন।
প্রথমে তিনি দক্ষিণ শাহজাদপুর পূজা মণ্ডপে যান। এরপর তিনি সাদুড়িয়া নারায়ণ শাহ, সুবীর ও অনিল মাস্টার পরিচালিত পূজা মণ্ডপ পরিদর্শন করেন। প্রতিটি মণ্ডপে গিয়ে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, পুলিশ ও আনসারদের সঙ্গে মতবিনিময় করেন এবং পূজা উদযাপনের সার্বিক পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন।
পরে তিনি আলিহাট ইউনিয়নের রিকাবী ও জাংগই পূজা মণ্ডপ ঘুরে দেখেন। সেখানে উপস্থিত সাধারণ মানুষ এবং পূজার আয়োজকদের সঙ্গে কথা বলেন। তিনি ধর্মীয় উৎসবকে শান্তিপূর্ণভাবে উদযাপনের আহ্বান জানান এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখার উপর গুরুত্ব আরোপ করেন।
সবশেষে তিনি পৌরসভার গোহাড়া পূজা মণ্ডপে উপস্থিত হন। সেখানে বিপুল সংখ্যক দর্শনার্থীর সঙ্গে কুশল বিনিময় করেন এবং পূজা উদযাপনকারীদের শুভেচ্ছা জানান। তিনি সবার সঙ্গে আন্তরিকভাবে কথা বলে ধর্মীয় সম্প্রীতির বার্তা পৌঁছে দেন।
এ সময় উপস্থিত ছিলেন আলিহাট ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ বুলবুল মাস্টার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম, প্যানেল চেয়ারম্যান মোঃ ইমরান আলীসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল এবং শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।
বিএনপি নেতারা বলেন, ধর্ম যার যার, দেশ সবার। তারা জানান, বিএনপি সবসময়ই সনাতন ধর্মাবলম্বীদের পাশে থেকেছে, এখনো আছে এবং ভবিষ্যতেও থাকবে। শারদীয় দুর্গাপূজা উৎসব সুন্দর ও শান্তিপূর্ণভাবে উদযাপিত হোক, এই প্রত্যাশা বিএনপির পক্ষ থেকে ব্যক্ত করা হয়।
পূজা মণ্ডপে পরিদর্শন শেষে সাখাওয়াত হোসেন শিল্পী বলেন, সামাজিক সম্প্রীতি বজায় রাখা আমাদের সবার দায়িত্ব। তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে সকল ধর্মের মানুষের প্রতি সমান শ্রদ্ধা প্রদর্শনের আহ্বান জানান।
স্থানীয় নেতাকর্মী এবং এলাকাবাসীর উপস্থিতিতে এ পরিদর্শন কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। পূজা মণ্ডপের আয়োজকরাও বিএনপির এ অংশগ্রহণকে ইতিবাচকভাবে দেখেছেন এবং ধন্যবাদ জ্ঞাপন করেছেন।