এসময় উপস্থিত ছিলেন, সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা বিভাগ কর্মকর্তা ডা. মোহাম্মদ নিজাম উদ্দিন,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.মনছুর আহমদ, সরাইল থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মোরশেদুল আলম চৌধুরী, সেনাবাহিনী মো.শফিকুল,হাইওয়ে থানার ওসি মো. জাহাঙ্গীর, সরাইল উপজেলা বিএনপির সভাপতি মো.আনিছুল ইসলাম ঠাকুর, উপজেলা জামায়েত ইসলামীর আমির মো. এনাম খান, বীর মুক্তিযোদ্ধা মাহফুজুর রহমান,উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোছা. বিউটি আক্তার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাত বেগম, উপজেলা শিক্ষা অফিসের সহকারী কর্মকর্তা সায়মা সাবরিনা, সরাইল প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ আলী, সরাইল রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক মো. তাসলিম উদ্দিন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. শরিফ উদ্দিন, নোয়াগাঁও ইউপি চেয়ারম্যান মো. মুনছুর হোসেন, কালিকচ্ছ ইউপি চেয়ারম্যান মো. সায়েদ মিয়া, চুন্টা ইউপি চেয়ারম্যান মো. হুমায়ুন কবির,মো. নুরুল আলম মাস্টার, মো. মাহবুবুল ইসলাম ঠাকুর। এ ছাড়াও উক্ত সভায় সরাইল উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুধীবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে ইউএনও মো. মোশারফ হোসাইন বলেন – আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠুভাবে নিয়ন্ত্রণে রাখার বিষয়ে দিকনির্দেশনামুলক বক্তব্য দেন। পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে। পাশাপাশি সমাজ থেকে মাদক নির্মূলে সবাইকে এগিয়ে আসতে হবে।সার্বিক আইন- শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পাশাপাশি সাংবাদিক সমাজ ও সাধারণ জনগণকেও দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান।