প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৫৬
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের হলরুমে এই সভা বসে। সভায় উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয় এবং বেশ কিছু কঠোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদুর রহমান। উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মারুফ হাসান, গোয়ালন্দ ঘাট থানার এসআই মো. বিল্লাল হোসেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আনোয়ারুল ইসলাম পাইলট, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রুহুল আমিন, মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগমসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।
সভায় প্রথমেই উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে অবনতি না ঘটে সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়। বিশেষ করে স্কুলে শিক্ষার্থীদের মোবাইল ফোন নিয়ে আসা নিয়ন্ত্রণে উদ্যোগ নেওয়ার প্রস্তাব করা হয়।
সভায় ফেরিতে জুয়ার প্রবণতা বন্ধ করতে তাৎক্ষণিক উদ্যোগ নেওয়ার সিদ্ধান্ত হয়। পাশাপাশি সড়ক-মহাসড়কে রেজিস্ট্রেশনবিহীন ও লাইসেন্সবিহীন মোটরসাইকেলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রস্তাব গৃহীত হয়।
এছাড়া বেপরোয়া যানবাহন নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সক্রিয় ভূমিকা রাখার নির্দেশ দেওয়া হয়। পুকুর বা নদী থেকে অবৈধভাবে ড্রেজিং করে মাটি ও বালু বিক্রির ক্ষেত্রে কড়া নজরদারি চালানোরও সিদ্ধান্ত নেওয়া হয়।
মাদক নির্মূল ও চুরি, বাল্যবিবাহ রোধের ক্ষেত্রে কীভাবে কার্যকর ব্যবস্থা নেওয়া যায় সে বিষয়েও সভায় আলোকপাত করা হয়। কর্মকর্তারা জানান, মাদক নির্মূলে কঠোর অভিযান অব্যাহত থাকবে।
ভারী বৃষ্টিতে উপজেলার বিভিন্ন সড়ক ধসে পড়া এবং সেগুলো দ্রুত মেরামতের প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা হয়। এতে স্থানীয় প্রশাসনের বিভিন্ন বিভাগ একযোগে কাজ করার প্রতিশ্রুতি দেয়।
সভা শেষে কর্মকর্তারা জানান, এই মাসিক বৈঠকের মাধ্যমে যেসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেগুলো বাস্তবায়ন হলে উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে। তারা আশা প্রকাশ করেন, সরকারি-বেসরকারি সহযোগিতার মাধ্যমে গোয়ালন্দকে একটি নিরাপদ ও শৃঙ্খলাবদ্ধ উপজেলায় পরিণত করা সম্ভব হবে।