প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৫০
ঝালকাঠি পৌর এলাকায় রাস্তা, ড্রেন ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে পৌরসভা কর্তৃপক্ষ। বুধবার (২৪ সেপ্টেম্বর) থেকে শুরু হওয়া এই অভিযানে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও বাণিজ্যিক এলাকার দখলমুক্ত করার কার্যক্রম জোরদার করা হয়েছে।
শীতলাখোলা এলাকা থেকে অভিযান শুরু হয়ে তা পোস্ট অফিস সড়ক, কালিবাড়ি সড়ক, লঞ্চঘাট সড়ক, বড় বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকায় ছড়িয়ে পড়ে। এই অভিযানে রাস্তার উপর অবৈধভাবে নির্মিত দোকানপাট, সাইনবোর্ড, ফেস্টুন এবং বিলবোর্ড অপসারণ করা হয়।
অভিযানের নেতৃত্ব দেন ঝালকাঠি পৌরসভার প্রশাসক কাওছার হোসেন। তার সঙ্গে ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা শাহীন সুলতানা, উপসহকারী প্রকৌশলী নাজমুল হাসান এবং ঝালকাঠি প্রেসক্লাবের সহ-সভাপতি আল-আমিন তালুকদারসহ উচ্ছেদ কমিটির অন্যান্য সদস্যরা। পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা এই কার্যক্রমে অংশ নেন।
পৌর প্রশাসক কাওছার হোসেন জানান, দীর্ঘদিন ধরে কিছু অসাধু ব্যবসায়ী রাস্তা, ড্রেন ও ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করছিলেন, যা জনচলাচলে ব্যাপক বিঘ্ন সৃষ্টি করছিল। জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এবং শহরের সৌন্দর্য ফিরিয়ে আনতে এই অভিযান শুরু হয়েছে।
তিনি আরও বলেন, অবৈধ স্থাপনা সম্পূর্ণভাবে অপসারণ না হওয়া পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে। শহরের সৌন্দর্য ও শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য নিয়মিত এমন অভিযান পরিচালনা করা হবে। এই পদক্ষেপের ফলে সাধারণ মানুষ সহজে চলাফেরা করতে পারবে এবং শহরের সৌন্দর্য অক্ষুণ্ণ থাকবে।
পৌরসভার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ। তারা বলছেন, দীর্ঘদিনের যানজট ও বিশৃঙ্খলার মূল কারণ ছিল এসব অবৈধ স্থাপনা। সড়ক দখলমুক্ত হওয়ায় যান চলাচল সহজ হচ্ছে এবং শহরের সার্বিক শৃঙ্খলা ফিরে আসবে বলে তারা আশা প্রকাশ করেছেন।
স্থানীয় বাসিন্দারা আরও জানান, ফুটপাত দখলমুক্ত হওয়ায় পথচারীরা নিরাপদে চলাচল করতে পারছেন, যা আগে সম্ভব ছিল না। এই ধরনের অভিযান নিয়মিত হলে শহরের যানজট ও জনভোগান্তি অনেকাংশে কমে আসবে।
পৌর কর্তৃপক্ষ জানিয়েছে, এই উচ্ছেদ অভিযান পর্যায়ক্রমে শহরের অন্যান্য স্থানেও চালানো হবে। দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি শহরের সৌন্দর্য রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করা হবে।