বরিশালের হিজলা উপজেলায় বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির উদ্যোগে উপজেলা পর্যায়ে ৫২তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ ২০২৫ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত তিনদিন ব্যাপী এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন, হিজলা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইলিয়াস সিকদার।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মহিউদ্দিন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ নজরুল ইসলাম। এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ এবং স্থানীয় বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মহিউদ্দিন জানান, উপজেলার ১৪টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা হ্যান্ডবল, কাবাডি, দাবা, সাঁতার ও ফুটবল প্রতিযোগিতায় অংশ করবে।
অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইলিয়াস সিকদার উদ্বোধনী বক্তব্যে বলেন, পড়ালেখার পাশাপাশি খেলাধুলার কোনো বিকল্প নেই। যে সকল শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীরা বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করবে সবাইকে খেলোয়াড় হিসেবে আচরণ করতে হবে। উপজেলা পর্যায়ের কোনো একজন খেলোয়াড় ভালো খেলার মাধ্যমে আরো ভালো অবস্থানে চলে যেতে পারে। ভালো পারফর্মেন্সের মাধ্যমে একজন খেলোয়াড় দেশের সুনাম বয়ে আনতে পারে। উপজেলা পর্যায়ে আজকে যারা, যার যার ইভেন্টে ভালো ফলাফল করবে তাদেরকে পরবর্তীতে জেলা পর্যায়ে অংশ গ্রহণের জন্য প্রস্তুত থাকতে হবে।