প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৩৯
রাজবাড়ীর গোয়ালন্দে জিয়া সাইবার ফোর্স-জেডিএফ এর উপজেলা ও পৌর শাখার আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। বুধবার সকালে সংগঠনের দলীয় প্যাডে জিয়া সাইবার ফোর্স রাজবাড়ী জেলা কমিটির সভাপতি এস এম কাউসার মাহমুদ এবং সাধারণ সম্পাদক মাহমুদ হোসেন লিটনের স্বাক্ষরিত অনুমোদনপত্রে এ কমিটি ঘোষণা করা হয়।
উপজেলা কমিটিতে আহবায়ক করা হয়েছে হাবিব আহসানকে এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন হোসাইন মাহমুদ মজনু। ১১ সদস্য বিশিষ্ট এই আহবায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক হিসেবে রয়েছেন আবু সাঈদ ফকির। যুগ্ম আহবায়ক হিসেবে রয়েছেন রুহুল আমিন মোল্লা ও আরিয়ান ইখতিয়ার।
উপজেলা কমিটির অন্যান্য সদস্যরা হলেন মোঃ মোস্তফা শেখ, মোঃ রবিন শেখ, নাজমুল হাসান, আসিফ ইকবাল, মোঃ আমির মুসা ও আলামিন প্রামানিক। এই কমিটি আগামী দিনের সাংগঠনিক কার্যক্রমে নেতৃত্ব দেবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
অন্যদিকে গোয়ালন্দ পৌরসভা কমিটির আহবায়ক করা হয়েছে মোঃ জুয়েল রানাকে এবং সদস্য সচিব হয়েছেন মোঃ মমিনুল ইসলাম। এখানেও ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
পৌর শাখার সিনিয়র যুগ্ম আহবায়ক হিসেবে রয়েছেন আবু বাক্কার ফকির। যুগ্ম আহবায়ক হিসেবে রয়েছেন আসলাম খান, জাহিদ মিয়া, নাসির মল্লিক ও আনোয়ার হোসেন ফরমান। এছাড়া শামীম খান, রিয়াদ ফকির, মোঃ মেহেদী মোল্লা ও সুমন শেখ সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন কমিটি গঠনের মাধ্যমে গোয়ালন্দ উপজেলা ও পৌর এলাকায় জিয়া সাইবার ফোর্সের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং যুবসমাজকে সক্রিয়ভাবে সম্পৃক্ত করা যাবে।
জেলা কমিটির নেতারা আশা প্রকাশ করেছেন, নবগঠিত কমিটি দলের নীতি ও আদর্শ অনুযায়ী কাজ করে আগামীতে কার্যক্রমকে আরও শক্তিশালী করবে।
এছাড়া স্থানীয় নেতাকর্মীরা বলেন, এই কমিটির মাধ্যমে মাঠ পর্যায়ে সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি পাবে এবং নতুন নেতৃত্ব তৈরির সুযোগ সৃষ্টি হবে।