রাজবাড়ীর গোয়ালন্দে আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৫ উদযাপনকে ঘিরে পূজা মণ্ডপসমূহের নিরাপত্তা, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে উপজেলা আনসারদের নির্দেশনা দেওয়া হয়েছে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১২ টার দিকে উপজেলা আনসার ভিডিপি কার্যালয়ের সামনে মন্ডপে নিযুক্তকৃত আনসারদের এ নির্দেশনা দেন উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মো. নাহিদুর রহমান।
এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা আবুল কালাম ও প্রশিক্ষক রুবেল হোসেন।
এসময় সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তি সৃষ্টির প্রসঙ্গ তুলে ইউএনও বলেন, ‘প্রায়ই দেখা যায়, পুরনো ছবি কিংবা ভিডিও নতুন করে প্রচার করে গুজব ছড়ানোর চেষ্টা করা হয়। এ ধরনের কাজে কেউ যেন জড়িত না হয় এজন্য সবাইকে সতর্ক থাকতে হবে এবং যাতে কোনো বিভ্রান্তি বা গুজব ছড়িয়ে শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট না হয়।’ গোয়ালন্দ উপজেলা বরাবরের মতোই সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত। এই সম্প্রীতি অটুট রাখতে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে।
ইউএনও আরো বলেন, পূজা শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি সামাজিক সম্প্রীতির উৎসব। যেখানে ধর্ম আছে, সেখানে অবশ্যই মানবিকতা থাকতে হবে। ধর্ম মানুষকে বিভক্ত করার জন্য নয়, বরং সহনশীলতা, মমতা ও সহমর্মিতা শেখায়। তাই দুর্গাপূজার এই আনন্দঘন সময়ে কোনো গুজব, ভীতি কিংবা বিভ্রান্তি যেন ছড়াতে না পারে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।’ তিনি সকল আনসারদের দিনে ও রাতে সবসময় সজাগ থাকার আহবান জানান।
বিঃদ্রঃ গোয়ালন্দ উপজেলায় এবার ২৫টি মন্ডপে শারদীয় দুর্গাপূজা উদযাপন হবে।