
প্রকাশ: ৪ নভেম্বর ২০২৫, ১৫:৫৫

রাজবাড়ীর গোয়ালন্দে মোটরসাইকেলে ঘুরতে গিয়ে চাকায় বোরকা পেঁচিয়ে মোছাঃ সুমাইয়া আক্তার (১৮) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে।

আহলাদিপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামীম শেখ বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের পরই আসামিকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।