বরিশাল জেলার কাউনিয়া থানার এসআই মোঃ রাশিক মুরাদ অভির নেতৃত্বে একটি বিশেষ আভিযানিক টিম গোপন সংবাদের ভিত্তিতে শনিবার এ অভিযান পরিচালনা করে। অভিযানটি পরিচালিত হয় মোহাম্মাদপুর সাকিনস্থ এক তলা টিনসেট বিল্ডিংয়ে।
অভিযানে ধৃত হন শিল্পি বেগম (৩৮), যিনি নিজে ও স্বামী মোঃ সুমন হাওলাদারের নামে পরিচিত। অভিযানের সময় তার কাছ থেকে উদ্ধার করা হয় ৯টি দেশীয় ধারালো অস্ত্র, ১০২ পিস ইয়াবা ট্যাবলেট, ৫০ গ্রাম গাঁজা, ২৫০ মিলি পরিমাণ মদ, এবং অবৈধ মাদক বিক্রয়লব্ধ নগদ অর্থ ২০,৪৮,৫১০ টাকা।
পুলিশ সূত্রে জানা যায়, ধৃতের স্বামী মোঃ সুমন হাওলাদার (৪২) পলাতক রয়েছেন এবং তাকে গ্রেফতারের জন্য তৎপর অভিযান চালানো হচ্ছে। ধৃত ও পলাতক অভিযুক্তদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
কাউনিয়া থানার এসআই রাশিক মুরাদ অভি বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়েছে। ধৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে অবৈধ মাদক ব্যবসার সাথে জড়িত ছিলেন। তার কাছ থেকে বড় পরিমাণ অস্ত্র ও নগদ অর্থ উদ্ধার হয়েছে। পলাতক অভিযুক্তের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।”
এই অভিযানের মাধ্যমে কাউনিয়ার মোহাম্মদপুর এলাকায় মাদক ও অস্ত্রের অবৈধ বাণিজ্যকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করার উদ্দেশ্য স্পষ্ট হয়েছে। স্থানীয়রা এই অভিযানকে স্বাগত জানিয়েছেন এবং বলছেন, এ ধরনের অভিযান এলাকা নিরাপদ রাখার জন্য গুরুত্বপূর্ণ।