
প্রকাশ: ৮ নভেম্বর ২০২৫, ১২:৫০

মৌসুমের স্বাভাবিক লঘুচাপ বর্তমানে দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। ফলে দেশের ওপর মৌসুমি বায়ুর প্রভাব তুলনামূলকভাবে দুর্বল হওয়ায় আবহাওয়ার ধরনে পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ শনিবার (৮ নভেম্বর) রাত থেকেই সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে। বিশেষ করে দেশের উত্তর ও উত্তরপূর্বাঞ্চলে ভোরের দিকে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে।
