
প্রকাশ: ৮ নভেম্বর ২০২৫, ১২:২০

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারপ্রধান ড. মুহাম্মদ ইউনূসের প্রশাসন পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনর্গঠনে আগ্রহী হওয়ায় দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হয়েছে। বিশেষত ঢাকা ও ইসলামাবাদের সামরিক ও নীতি-স্তরের যোগাযোগ বৃদ্ধির খবরে উদ্বেগ বাড়িয়েছে প্রতিবেশী ভারত। নয়াদিল্লির ধারণা, এই নতুন ঘনিষ্ঠতা আঞ্চলিক শক্তির ভারসাম্যে প্রভাব ফেলতে পারে এবং উত্তর-পূর্বাঞ্চলের নিরাপত্তা পরিবেশকে জটিল করে তুলতে পারে।
