প্রকাশ: ৮ নভেম্বর ২০২৫, ১২:২৭

পাকিস্তান ও আফগানিস্তানের চলমান কূটনৈতিক আলোচনাগুলো স্থবির হয়ে পড়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। শুক্রবার (৭ নভেম্বর) তিনি বলেন, আলোচনার কোনো নতুন তারিখ নির্ধারণ হয়নি এবং পুরো প্রক্রিয়া এখন অচল অবস্থায় রয়েছে। জিও নিউজ ও ডনের তথ্য মতে, দুই দেশের মাঝে কয়েকদফা প্রাণঘাতী হামলার ঘটনায় উত্তেজনা বাড়ার পর এই আলোচনা শুরু হয়েছিল।
