
প্রকাশ: ৭ নভেম্বর ২০২৫, ১৯:৫৫

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় খাদ্যে ভেজাল রোধে প্রশাসনের জোরালো অভিযান অব্যাহত রয়েছে। তারই ধারাবাহিকতায় লাল তিলে কালো রঙ মিশিয়ে ভেজাল কালো তিল প্রস্তুত ও বাজারজাত করার অভিযোগে প্রায় পাঁচ মণ তিল জব্দ ও বিনষ্ট করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে গোয়ালন্দ পৌরসভার নছর উদ্দিন সরদার পাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ ঘটনায় অভিযুক্ত ব্যবসায়ী মো. আ. ছাত্তার মোল্লাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ২০ হাজার টাকা অর্থদণ্ড দেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাথী দাস।
