রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলায় পদ্মা নদীতে জাটকা ইলিশ সংরক্ষণ উপলক্ষে দৌলতদিয়া নৌ পুলিশের অভিযানে ৩০০'শ বর্গমিটার অবৈধ কারেন্ট জাল সহ তিন জেলেকে আটক করেছে দৌলতদিয়া নৌ পুলিশ।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত পদ্মা নদীর লঞ্চঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ত্রিনাথ সাহার নেতৃত্বে এসআই অপূর্ব হাসান মেহেদী, এএসআই জামাল হোসেন সঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করেন। এসময় জাটকা ধরার কাজে ব্যবহিত ৩০০ বর্গমিটার অবৈধ কারেন্টজাল ও ৩জন জেলকে আটক করে নৌ পুলিশ।