প্রকাশ: ১৭ মে ২০২৫, ১৭:৫৯
পটুয়াখালীতে মাদকের ভয়াল গ্রাস থেকে যুব সমাজকে রক্ষা করতে পুলিশকে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে ‘আমার বাংলাদেশ (এবি) পার্টি’। দলটি শনিবার দুপুরে জেলা পুলিশ সুপারের কাছে একটি স্মারকলিপি প্রদান করে।
স্মারকলিপি প্রদানের আগে এবি পার্টির নেতাকর্মীরা শহরের সোনালী ব্যাংক মোড় থেকে একটি মাদকবিরোধী মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
এ সময় এবি পার্টির স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ের নেতারা মাদকের ভয়াবহতা এবং এর সামাজিক প্রভাব নিয়ে নানা বক্তব্য দেন। তারা বলেন, মাদক শুধু একজনকে নয়, একটি পুরো পরিবার এবং সমাজকে ধ্বংস করে দেয়।
মিছিল শেষে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে বক্তব্য রাখেন এবি পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার। তিনি মাদকের সহজলভ্যতা এবং এর ফলে সমাজে কীভাবে কিশোর থেকে বৃদ্ধ পর্যন্ত আক্রান্ত হচ্ছে, তা তুলে ধরেন।
তিনি বলেন, দেশের ভবিষ্যৎ প্রজন্ম—যারা ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিচারক কিংবা প্রশাসক হওয়ার কথা—তারা আজ মাদকের কারণে অন্ধকারে তলিয়ে যাচ্ছে।
ডা. মিনার আরও বলেন, পুলিশ যদি চায়, তাহলে তারা চাইলে সমাজ থেকে মাদকের শেকড় উপড়ে ফেলতে পারে। এজন্য তাদেরকে দৃঢ় অবস্থানে গিয়ে কাজ করতে হবে।
তিনি警আশা প্রকাশ করেন, জেলা পুলিশ প্রশাসন এবি পার্টির এই আহ্বানকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে এবং মাদকবিরোধী অভিযানে আরও গতি আনবে। সেই সঙ্গে মাদক সংশ্লিষ্টদের দ্রুত বিচারের আওতায় আনার দাবিও জানান।
এবি পার্টির পক্ষ থেকে জানানো হয়, পুলিশের পক্ষ থেকে যদি যথাযথ পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে তারা দেশের প্রতিটি থানায় গণস্বাক্ষর ও প্রতিবাদ কর্মসূচির মাধ্যমে এই ইস্যুকে জাতীয়ভাবে তুলবে।