মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় এক মর্মান্তিক ঘটনায় স্থানীয়রা একজন বুদ্ধিপ্রতিবন্ধী যুবককে চোর সন্দেহে বিদ্যুতের খুঁটির সাথে বেঁধে মারধর করেছে। আলমগীর মিয়া নামের এই প্রতিবন্ধী ব্যক্তি বর্তমানে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার রাতে কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের চকসালং গ্রামে। পরিবার সূত্রে জানা যায়, আলমগীর তার বাড়ি থেকে হারিয়ে গিয়ে কুলাউড়ায় চলে আসেন। স্থানীয়রা তাকে চোর সন্দেহ করে আটক করে।
আলমগীরের চাচাতো ভাই আবু রায়হান জানান, তার ভাইকে ইউপি সদস্য কয়ছর রশীদের উপস্থিতিতে মারধর করা হয়েছে। আলমগীর বারবার নিজেকে নির্দোষ দাবি করলেও কেউ তা শুনেনি। তাকে এতটা মার দেওয়া হয়েছে যে তার শরীর থেকে রক্ত পড়ছিল।
টিলাগাঁও ইউনিয়নের ৬ নং ওয়ার্ড সদস্য কয়ছর রশীদ ঘটনা স্বীকার করে বলেন, "আমি আসার আগেই লোকজন তাকে পিটিয়েছে। এলাকায় সম্প্রতি ডাকাতির ঘটনা ঘটায় সন্দেহ তৈরি হয়েছিল। পরে বুঝতে পেরে তাকে বাড়ি পাঠানো হয়েছে।"
কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার কনক কান্তি সিনহা জানান, আলমগীরের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। তার অবস্থা স্থিতিশীল হলেও মানসিক আঘাত রয়েছে।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম আপছার বলেন, ঘটনাটি তাদের জানা নেই। তবে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।