মৌলভীবাজারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে যুবলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন প্রশান্ত দাশ (২৬) ও শামসুল ইসলাম মিন্টু (৪০)।
জেলা পুলিশের মিডিয়া সেল থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় এক প্রেসবিজ্ঞপ্তিতে তাদের গ্রেফতারের তথ্য নিশ্চিত করা হয়। পুলিশের বিশেষ অভিযানে বুধবার দিবাগত রাতে মৌলভীবাজার সদর উপজেলার মনু ব্যারেজ এলাকা থেকে প্রশান্ত দাশকে আটক করা হয়।
অন্যদিকে, একই দিন রাতে জেলা গোয়েন্দা শাখার পৃথক অভিযানে চাঁদনীঘাট ইউনিয়নের হাসানপুর এলাকা থেকে শামসুল ইসলাম মিন্টুকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে গত ৪ আগস্টের হামলায় জড়িত থাকার অভিযোগ রয়েছে।
মৌলভীবাজার সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী মোঃ মাহবুবুর রহমান জানান, গ্রেফতারকৃত দুই নেতা ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় সরাসরি জড়িত ছিলেন। পুলিশ হামলার বিভিন্ন ছবি ও ভিডিও পর্যালোচনা করে তাদের শনাক্ত করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত মাসে ছাত্র আন্দোলনের সময় যুবলীগের একাংশের হামলায় বেশ কয়েকজন আহত হয়েছিলেন। এ নিয়ে স্থানীয় পর্যায়ে ব্যাপক ক্ষোভ তৈরি হয়। পুলিশের দ্রুত পদক্ষেপে গ্রেফতারের পর এখন এলাকায় শান্ত পরিস্থিতি বিরাজ করছে।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে। প্রমাণ পাওয়া গেলে দ্রুত বিচার কার্যক্রম শুরু করা হবে। এ ঘটনায় আরও কয়েকজন সন্দেহভাজনকে খুঁজছে পুলিশ।
স্থানীয় বাসিন্দারা পুলিশের এই অভিযানের প্রশংসা করেছেন। তারা আশা প্রকাশ করেন, এরপর থেকে যেন কোনো রাজনৈতিক দলের কেউ সাধারণ মানুষের ওপর হামলা না করে।