দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি পৌরসভার ৪ নং ওয়ার্ডের মাঠপাড়া এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সম্মেলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ ছয় বছর পর উৎসবমুখর পরিবেশে এই সম্মেলন আয়োজিত হয়।
বুধবার (১৪ মে) বিকেল ৫টায় হাকিমপুর পৌর মহিলা দলের ব্যবস্থাপনায় এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে উপস্থিত ছিলেন দলের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা।
হাকিমপুর পৌর মহিলা দলের নেত্রী শামছুন্নাহার শামু’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান। তিনি দলের সংগঠনকে আরও শক্তিশালী করার জন্য নারী কর্মীদের অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন শিল্পী তার বক্তব্যে মহিলা দলের সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করার ওপর জোর দেন। এছাড়াও যুগ্ম সম্পাদক এস এম বেজা বিপুল, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ খান ও সাধারণ সম্পাদক নাজমুল হক বক্তব্য রাখেন।
উপজেলা মহিলা দলের নেত্রী আক্তারা বানু ও পৌর মহিলা দলের নেত্রী শারমিন আক্তার লবনী নারীদের রাজনৈতিক সচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তা তুলে ধরেন। এসময় ইয়াছমিন আক্তার চায়না, ফেরদৌসি আক্তারসহ অন্যান্য নেত্রীরাও বক্তব্য দেন।
উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আরমান আলী ও ছাত্রদলের আহ্বায়ক মোঃ আনোয়ার হোসেন ছাত্র-যুব সমাজকে দলের পাশে থাকার ডাক দেন।
সম্মেলনে স্থানীয় নেতা-কর্মীরা দলের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন এবং সংগঠনকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।