প্রকাশ: ৪ মে ২০২৫, ০:৪৩
কোনো ট্যাগ পাওয়া যায়নি
গাজীপুরের চান্দনা চৌরাস্তায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লার ওপর সন্ত্রাসী হামলা এবং নারী নেতা হাফসা জাহানকে নিয়ে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক তথ্য প্রচারের প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে এনসিপি কুমিল্লা জেলা শাখা।
৪ মে, রবিবার রাত ৯টায় কুমিল্লার পূবালী চত্তরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রতিবাদ মিছিলটি শহরের টাউন হল এলাকা থেকে শুরু হয়ে প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পূবালী চত্তরে এসে শেষ হয়। পরে সেখানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে হাসনাত আবদুল্লার উপর হামলা চালিয়েছে। এটি শুধু একটি ব্যক্তি আক্রমণ নয়, এটি মতপ্রকাশের স্বাধীনতার উপর হামলা। তারা এ ঘটনার দ্রুত বিচার দাবি করেন।
তারা আরও অভিযোগ করেন, হাফসা জাহানকে নিয়ে পরিকল্পিতভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানো হয়েছে, যা একটি নারী নেত্রীর সম্মানহানির চেষ্টা। বক্তারা এসব মিথ্যা প্রচারের সঙ্গে জড়িতদের অবিলম্বে আইনের আওতায় আনার দাবি জানান।
সমাবেশে উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য হাফসা জাহান, এসবি জুয়েল, সৈয়দ আহসান টিটু, মাসুমুল বারী কাওসার, কাজী মো: জায়েদসহ জেলা ও মহানগর নেতৃবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন নাইম আলম, ইব্রাহিম খালিদ হাসান, আরিফুল ইসলাম, নাছির উদ্দীন, মো. রাসেল ভূইয়া, মুজাহিদুল ইসলাম, ইফতেখার, জাহিদুল হক অনিক, মাসুদ আলম, মো: আমির, আরিফুল ইসলাম বাশার, লতা এবং সাবিকুন নাহার।
সমাবেশে বিভিন্ন উপজেলা ও মহানগরের নেতা-কর্মীদের পাশাপাশি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য ও সাধারণ জনগণও অংশ নেন। এতে পুরো এলাকা স্লোগানে মুখরিত হয়ে ওঠে।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তি না হয়, তাহলে আরও বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।