টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হাদিরা ইউনিয়নের কড়িয়াটা গ্রামে আধা পাকা বোরো ধান ক্ষেতে বিষ প্রয়োগে পুড়িয়ে ফেলার অভিযোগ পাওয়া গেছে। পারিবারিক শত্রুতার জেরে সংঘটিত এ ঘটনাটি স্থানীয় পুলিশ ও কৃষি বিভাগ তদন্ত শেষে নিশ্চিত করেছে।
জানা যায়, প্রকৌশলী হাবিব উদ্দীনের মালিকানাধীন চাতুটিয়া মৌজার ৭৫ শতাংশ জমি বর্গা নিয়ে একই গ্রামের ফরিদ শেখ এবছর বোরো ধানের আবাদ করেন। গত শনিবার রাতে দুর্বৃত্তরা ওই জমিতে বিষাক্ত কীটনাশক স্প্রে করে। বিষক্রিয়ায় ধান গাছগুলো দ্রুত মারা যায় এবং ক্ষেতের সব ফসল নষ্ট হয়ে যায়।
গোপালপুর উপজেলা কৃষি অফিসের উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা এমএ হালিম লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, জমিতে এরাক্সন প্যারাকোয়েট-২০০ এসএল নামক একটি বিষাক্ত কীটনাশকের ব্যবহার পাওয়া গেছে, যা ফসল সম্পূর্ণরূপে ধ্বংস করে দেয়।
জমির মালিক প্রকৌশলী হাবিব উদ্দীন ও বর্গাদার ফরিদ শেখ এ ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। তারা বলেন, একমাত্র জীবিকার মাধ্যম হিসেবে এই জমিতে আবাদ করা হয়েছিল, এখন সব শেষ হয়ে গেছে।
গোপালপুর থানার তদন্ত কর্মকর্তা এসআই চন্দন পাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এটি একটি পূর্বপরিকল্পিত ঘটনা এবং পারিবারিক শত্রুতার কারণেই এমন ন্যক্কারজনক কাজ করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
প্রসঙ্গত, মাসখানেক আগেও একই ইউনিয়নের কড়িয়াটা পশ্চিম পাড়ায় পারিবারিক বিরোধের জেরে তিন বিঘা জমির ধান বিষ প্রয়োগে পুড়িয়ে দেয়ার ঘটনা ঘটেছিল।