প্রকাশ: ২ মে ২০২৫, ১৬:৩৯
গত ৩০ এপ্রিল প্রকাশিত ‘ইউএনও’র অনুমতিপত্র জালিয়াতি করে মিয়ানমারে নির্মাণ সামগ্রী পাচার’ শীর্ষক সংবাদের একটি অংশে নিজেদের নাম জড়ানোয় তীব্র প্রতিবাদ জানিয়েছেন সেন্টমার্টিন দ্বীপের বাসিন্দা মো. আলম ও মো. জাহাঙ্গীর। তাদের ভাষ্য অনুযায়ী, উক্ত সংবাদে তাদের জড়িয়ে যেভাবে তথ্য উপস্থাপন করা হয়েছে, তা পুরোপুরি মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যমূলক।