
প্রকাশ: ৩ মে ২০২৫, ২১:২৪

মৌলভীবাজার জেলার সীমান্তবর্তী কমলগঞ্জ উপজেলার রাজকান্দি বনরেঞ্জ, লাউয়াছড়া জাতীয় উদ্যানসহ তিনটি বনবিটে গাছ ও বাঁশ চুরি এবং বন উজাড়ের ঘটনা উদ্বেগজনক হারে বেড়ে গেছে। বন বিভাগের অব্যবস্থাপনা ও তদারকির অভাবে এসব সংরক্ষিত বনাঞ্চল ক্রমেই ফাঁকা হয়ে পড়ছে। লাউয়াছড়া জাতীয় উদ্যান ও রাজকান্দি রেঞ্জ এলাকা থেকে গত দুই মাসে কয়েক লাখ টাকার আগর, সেগুন ও বাঁশ চুরির ঘটনা ঘটেছে।
