প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫, ২২:৯
কোনো ট্যাগ পাওয়া যায়নি
দিনাজপুরের হাকিমপুর থানার আওতাধীন হিলি এলাকায় আবারও সফল অভিযান চালিয়েছে পুলিশ। মাদকবিরোধী অভিযানে ১৯০ পিস নিষিদ্ধ টাপেন্টাডল ট্যাবলেটসহ ৫ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে জি আর মামলার ওয়ারেন্ট ছিল বলে জানিয়েছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দিবাগত রাতে পৌর শহরের বিভিন্ন এলাকায় একযোগে অভিযান চালিয়ে এসব আসামিকে আটক করা হয়। গ্রেফতার অভিযানের নেতৃত্বে ছিলেন হাকিমপুর থানার ওসি তদন্ত এস এম জাহাঙ্গীর আলম।
পুলিশ জানায়, ধৃতদের মধ্যে বেলাল হোসেন (২৭) নামের এক যুবকের কাছ থেকে উদ্ধার করা হয় মাদক টাপেন্টাডল ট্যাবলেট। সে পৌর শহরের ধরন্দা এলাকার বাসিন্দা ও আয়নাল হকের ছেলে।
অন্য চার আসামিরা হলেন, নয়ন (৩৪) পিতা মিরু, আনিসুজ্জামান হিরো (৩৫) পিতা আবুল কালাম আজাদ, তাজু (২৮) পিতা রবি কশাই এবং রুবেল হোসেন (৩২) পিতা শহিদুল ইসলাম। এদের সবার বাড়ি হাকিমপুর পৌর শহরের বিভিন্ন এলাকায়।
ওসি তদন্ত এস এম জাহাঙ্গীর আলম বলেন, হাকিমপুর থানা এলাকাকে মাদকমুক্ত রাখার লক্ষ্যে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। সম্প্রতি মাদক ব্যবহার ও পাচার বাড়ছে—যার প্রেক্ষিতে পুলিশের তৎপরতা আরও জোরদার করা হয়েছে।
তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনসহ অন্যান্য আইনে মামলা করা হয়েছে এবং বৃহস্পতিবার দুপুরের পর তাদের দিনাজপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
স্থানীয়দের মতে, মাদক নিয়ন্ত্রণে পুলিশের সক্রিয় ভূমিকা ইতিবাচক প্রভাব ফেলেছে। তবে চোরাচালান ও গোপনে মাদক বিক্রি রোধে নিয়মিত নজরদারি প্রয়োজন।
এদিকে পুলিশের এমন সাঁড়াশি অভিযানকে স্বাগত জানিয়েছে সচেতন নাগরিক সমাজ। তারা মনে করেন, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকলে এলাকার তরুণ সমাজ ধ্বংসের হাত থেকে রক্ষা পাবে।
হাকিমপুর থানার পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও এমন অভিযান চলবে এবং মাদকসহ যেকোনো ধরনের অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করবে পুলিশ।