প্রকাশ: ২২ এপ্রিল ২০২৫, ১৫:৪৫
যশোরের ভবদহ অঞ্চলের দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানে এবার মাঠে নামলেন সরকারের তিন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের উপদেষ্টা। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন এবং স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টারা মঙ্গলবার ভবদহ স্লুইসগেট এলাকা সরেজমিনে পরিদর্শন করেন। এই সময় তাদের সঙ্গে ছিলেন সংশ্লিষ্ট সচিবগণ, সেনাবাহিনীর যশোর এরিয়া কমান্ডার ও জিওসি মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলাম।