বরিশালের হিজলা উপজেলায় মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইলিয়াস সিকদার। সভায় উপস্থিত ছিলেন হিজলা থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ, উপজেলা কৃষি অফিসার আহসানুল হাবীব আল আজাদ জনি, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ আলম, হিজলা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মুহাম্মদ অহিদুজ্জামান, হিজলা উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল গাফফার তালুকদার, হিজলা উপজেলা জামায়াতে ইসলামী আমির অধ্যাপক রুহুল আমিন এবং স্থানীয় শিক্ষক মণ্ডলীসহ বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তারা।
সভায় হিজলা উপজেলার বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে মাদক, ইভটিজিং, বাল্যবিয়ে, নদীতে চাঁদাবাজি, সালিশ বৈঠক এবং কাউরিয়া বাজারের সড়কে যানজট সমস্যা নিয়ে উন্মুক্ত আলোচনা হয়। সভায় উপস্থিত সকলেই এসব বিষয় সমাধানের জন্য প্রশাসনের প্রতি সহযোগিতা প্রদানের অঙ্গীকার করেন।
এছাড়াও, উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ আলম মেঘনা নদীর অভয়াশ্রমে চলমান সফল অভিযানের বিষয়ে প্রশাসনকে ধন্যবাদ জানান। তিনি বলেন, গত দুমাস ধরে মৎস্য রক্ষায় যে অভিযান চলেছে, তা হিজলা এলাকার জন্য একটি বড় সাফল্য। এভাবে আরও একত্রিত হয়ে কাজ করতে হবে যাতে নদীতে অবৈধ কর্মকাণ্ড রোধ করা যায়।
এ সভায় উপজেলা কৃষি অফিসার আহসানুল হাবীব আল আজাদ জনি বলেন, বিশেষত মে ও জুন মাসে বজ্রপাতের প্রবণতা বেশি থাকে। কৃষকরা যখন তাদের জমিতে ও জেলেরা নদীতে কাজ করেন, তখন বজ্রপাতের ঝুঁকি বেড়ে যায়। এ সময় সবাইকে আরও সচেতন থাকতে হবে এবং বজ্রপাতের আশঙ্কায় যথাযথ সতর্কতা অবলম্বন করতে হবে।
সভায় মাদকের ব্যাপারে উন্মুক্ত আলোচনায় জানানো হয়, মাদক ব্যবসায়ী বা মাদকসেবী কারো পক্ষেও যেন কোনো ধরনের সুপারিশ না করা হয়। প্রশাসনকে পুরোপুরি সহযোগিতা দিয়ে মাদক বিরোধী অভিযানে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
এ সভাটি উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধির একটি মঞ্চ হিসেবে কাজ করেছে এবং সকল সদস্যরা সঠিক পথে একসাথে এগিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।