খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে উপজেলা ছাত্রদল। সোমবার সকাল সাড়ে ১১টায় পানছড়ি সরকারি ডিগ্রি কলেজ মাঠে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ দিদার হোসেনের নেতৃত্বে অনুষ্ঠিত এ মানববন্ধনে দলীয় নেতাকর্মীরা ছাড়াও স্থানীয় শিক্ষার্থী ও সাধারণ জনগণের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। তারা ব্যানার, ফেস্টুন ও বিভিন্ন স্লোগানের মাধ্যমে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মানববন্ধনে বক্তারা বলেন, জাহিদুল ইসলাম পারভেজ একজন মেধাবী শিক্ষার্থী ছিলেন। তার স্বপ্ন, তার পরিবার, সবকিছু এক নিমিষে শেষ করে দিয়েছে কিছু নির্মম সন্ত্রাসী। তারা এমন একটি সমাজ গড়তে চায়, যেখানে কেউ নিরাপদ নয়।
বক্তারা আরও বলেন, এই হত্যাকাণ্ড কোনো সাধারণ ঘটনা নয়। এটি পরিকল্পিত ও পূর্বপরিকল্পিত হামলা। বক্তারা মাননীয় উপদেষ্টাসহ সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি অনুরোধ জানান, যেন এই নির্মম হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হয়।
এ সময় মানববন্ধনে উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ দিদার হোসেন ছাড়াও উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক মোঃ মাহফুজ, দপ্তর সম্পাদক খন্দকার মামুন, কলেজ ছাত্রদলের আহ্বায়ক মোঃ জিয়াউল হকসহ অনেকে। তারা সবাই একসঙ্গে বলেন, বিচার না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
বক্তারা আরও বলেন, শিক্ষাঙ্গনে নিরাপত্তাহীনতা এখন মারাত্মক আকার ধারণ করেছে। একজন শিক্ষার্থী যদি বিশ্ববিদ্যালয় থেকে বাড়ি এসে ছুরিকাঘাতে নিহত হন, তবে আমরা আর কোথায় নিরাপদ?
তারা বলেন, এই ঘটনাকে কেন্দ্র করে ছাত্র সমাজে যে ভয়ের পরিবেশ তৈরি হয়েছে, তা ভাঙতে হবে। বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে এসে দৃষ্টান্ত স্থাপন করতে হবে।
পানছড়ির সাধারণ মানুষও এ হত্যাকাণ্ডের বিচার চায়। তারা আশা করছেন, প্রশাসন ও সরকারের দায়িত্বশীল ভূমিকা দ্রুত দেখতে পাবেন। জাহিদুলের পরিবার এখনও শোকে স্তব্ধ। সবার একটাই দাবি—হত্যাকারীদের শাস্তি হোক নিশ্চিত ও দৃশ্যমান।