প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৫, ১১:২৬
সাভারের আশুলিয়ায় অতিবৃষ্টিতে প্লাবিত সড়কের পাশে গর্তে পড়ে লেগুনা দুর্ঘটনায় দুইজন প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় আরও অন্তত দুইজন গুরুতর আহত হন। আহতদের দ্রুত উদ্ধার করে ভর্তি করা হয়েছে স্থানীয় আশুলিয়া নারী ও শিশু হাসপাতালে। দুর্ঘটনাটি ঘটে বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে, বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের জামগড়া এলাকায় ফ্যান্টাসি কিংডমের সামনে।