প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৫, ২০:৪৪
গাজীপুরের টঙ্গীর রূপবানের টেক এলাকায় একটি বহুতল ভবনের তৃতীয় তলার ফ্ল্যাট থেকে এক ভাই ও এক বোনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৮ এপ্রিল) বিকেলে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে, যা এলাকাজুড়ে চরম আতঙ্ক ও শোকের ছায়া ফেলেছে।
নিহত দুই শিশু হলো মালিহা (৬) ও আব্দুল্লাহ (৪)। তারা ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার তাতুয়াকান্দি গ্রামের আব্দুল বাতেন মিয়ার সন্তান। পরিবারটি দীর্ঘদিন ধরে টঙ্গীর ওই ভবনে ভাড়া থাকতেন।
ঘটনার দিন দুপুরে পরিবারের সদস্যদের সঙ্গে দুপুরের খাবার খেয়ে মালিহা ও আব্দুল্লাহ নিজ ঘরে ছিল। এরপর মা সালেহা বেগম পাশের কক্ষে ঘুমিয়ে পড়েন, দাদি চলে যান উপর তলার ফ্ল্যাটে, আর বাবা বাইরে বের হন কিছু কাজে। কিছুক্ষণ পর ঘুম থেকে উঠে মা খোলা দরজা এবং রক্তাক্ত অবস্থায় শিশুদের মেঝেতে পড়ে থাকতে দেখে চিৎকার করেন।
চিৎকার শুনে দাদি নিচে নামেন এবং বাবা আব্দুল বাতেনকে খবর দেন। আশপাশের মানুষও ছুটে এসে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে দুই শিশুর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
প্রাথমিক তদন্তে জানা যায়, শিশুদের ধারালো অস্ত্র দিয়ে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। পুলিশের ধারণা, বিকেল ৪টা থেকে সাড়ে ৪টার মধ্যেই দুর্বৃত্তরা ফ্ল্যাটে ঢুকে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটায় এবং পরে পালিয়ে যায়।
এ ঘটনায় পুরো এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। একই সঙ্গে দেখা দিয়েছে আতঙ্কও। কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা নিয়ে স্থানীয়দের মধ্যে নানা গুঞ্জন চলছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানিয়েছেন, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার রহস্য উদঘাটনে তদন্ত শুরু হয়েছে এবং এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
জিজ্ঞাসাবাদের জন্য নিহত শিশুদের মা ও বাবাকে থানায় নেওয়া হয়েছে। পুলিশ বলছে, যত দ্রুত সম্ভব হত্যাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।