প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৫, ১৯:১

দিনাজপুরে ছয় দফা দাবি আদায় এবং কুমিল্লায় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে কাফনের কাপড় পরে বিক্ষোভ মিছিল করেছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। শুক্রবার (১৮ এপ্রিল) জুমার নামাজ শেষে দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে থেকে এই গণমিছিল শুরু হয়। শিক্ষার্থীরা মাথায় সাদা কাপড় বেঁধে ও শরীরে কাফনের কাপড় জড়িয়ে মিছিল করেন। মিছিলটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে কিছু সময় অবস্থান করার পর পুনরায় পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে গিয়ে শেষ হয়।

