খাগড়াছড়িতে বিঝু উৎসব উপলক্ষে বেড়াতে গিয়ে ছয়জন অপহৃত হয়েছেন। বুধবার সকালে খাগড়াছড়ির গিরিফুল এলাকা থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ফেরার পথে এই ঘটনা ঘটে।
অপহৃতদের মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাঁচজন শিক্ষার্থী রয়েছেন। তারা হলেন চারুকলা বিভাগের মৈত্রীময় চাকমা ও অলড্রিন ত্রিপুরা, নাট্যকলা বিভাগের দিব্যি চাকমা, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের রিশন চাকমা এবং প্রাণীবিদ্যা বিভাগের লংঙি ম্রো। এছাড়া একজন টমটম চালকও অপহৃত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৬টা ৩০ মিনিটের দিকে তারা খাগড়াছড়ি থেকে চট্টগ্রামের উদ্দেশে রওনা দেন। পথিমধ্যে গিরিফুল এলাকায় অজ্ঞাতরা তাদের অপহরণ করে।
খাগড়াছড়ি পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল ঘটনাটি নিশ্চিত করেছেন। তিনি জানান, পাহাড়ি একটি সংগঠন এই অপহরণে জড়িত থাকতে পারে। পুলিশ মোবাইল প্রযুক্তি ব্যবহার করে অপহৃতদের অবস্থান শনাক্ত করার চেষ্টা করছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঘটনাটি জানার পর তদন্ত শুরু করেছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয় থেকে অপহৃত শিক্ষার্থীদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, গিরিফুল এলাকাটি অপেক্ষাকৃত দুর্গম ও নিরাপত্তাহীন। সাম্প্রতিক সময়ে এই অঞ্চলে একাধিক অপহরণের ঘটনা ঘটেছে।
পার্বত্য অঞ্চলে শান্তি বজায় রাখতে নিরাপত্তা বাহিনী ইতিমধ্যে বিশেষ টহল শুরু করেছে। অপহৃতদের দ্রুত উদ্ধারের জন্য অভিযান চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
এদিকে, অপহৃত শিক্ষার্থীদের পরিবার ও সহপাঠীরা তাদের নিরাপদ ফেরতের দাবিতে মানবিক আবেদন জানিয়েছেন। তারা সরকার ও আইন প্রয়োগকারী সংস্থার কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।