পিরোজপুরের কাউখালী থানা পুলিশের বিশেষ অভিযানে তিনজন গাঁজা ব্যবসায়ীসহ মাদক মামলার ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে এ অভিযান চালানো হয়।
কাউখালী থানার এসআই রাকিব হাসানের নেতৃত্বে এক দল পুলিশ আমরাজুরি ইউনিয়নের সোনাকুর গ্রাম থেকে রনজিত চন্দ্র মাঝিকে গাঁজাসহ আটক করে। একই সময়ে এসআই জয়দেব ধরের নেতৃত্বে আরেকটি টিম একই ইউনিয়ন থেকে মোঃ হিরন ও মোঃ শাহ জালালকে গ্রেফতার করে।
পুলিশ অভিযানকালে মোট ৬৫ গ্রাম গাঁজা জব্দ করে, যার বাজার মূল্য প্রায় ১০ হাজার টাকা। এছাড়া শিয়ালকাঠী গ্রাম থেকে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মোঃ হানিফকেও আটক করা হয়।
কাউখালী থানার ওসি মোঃ সোলায়মান জানান, গ্রেফতারকৃতরা অবৈধভাবে গাঁজা ক্রয়-বিক্রয় ও সংরক্ষণের অভিযোগে অভিযুক্ত। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, এলাকায় মাদক ব্যবসা বন্ধে পুলিশের এমন অভিযানকে তারা স্বাগত জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলতে থাকলে এলাকা থেকে মাদক সমস্যা দূর হবে।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখার কথাও জানিয়েছে কাউখালী থানা পুলিশ।