প্রকাশ: ১২ এপ্রিল ২০২৫, ১৬:৭
ফিলিস্তিনের গাজায় চলমান গণহত্যার প্রতিবাদে দিনাজপুরের হাকিমপুরে ক্ষুদে শিক্ষার্থীদের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১২ এপ্রিল শনিবার সকাল ১১ টায় হাকিমপুর সরকারি কলেজ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের চারমাথা মোড়ে এসে মানববন্ধনে পরিণত হয়। মিছিল ও মানববন্ধনটি ছিল হিলফুল ফুযুল, আত-তাক্বওয়া মাদ্রাসা এবং আহলে হাদীস আন্দোলন বাংলাদেশ ব্যানারের তত্ত্বাবধানে। এতে অংশগ্রহণ করেন মাদ্রাসার ক্ষুদে শিক্ষার্থী, শিক্ষক, আহলে হাদীস আন্দোলনের নেতাকর্মী এবং সাধারণ মানুষ।