প্রকাশ: ১২ এপ্রিল ২০২৫, ১১:১৬
ঝালকাঠি সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের উদচড়া গ্রামে এক প্রতিবন্ধী পরিবারকে ঘর থেকে জোরপূর্বক উচ্ছেদ এবং তাদের মালামাল লুটপাটের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ভোরবেলায় সংঘটিত এই ঘটনার পর পুরো গ্রামজুড়ে আলোড়ন দেখা দেয়। এমন অমানবিক ঘটনার প্রতিবাদে মুখ খুলেছেন স্থানীয়রা, অনেকে সামাজিক মাধ্যমে ক্ষোভও প্রকাশ করছেন।