https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

সরাইলে বন্ধু ফাউন্ডেশনের ঈদ উপহার পেল শতাধিক পরিবার

Taslim Uddin
তাসলিম উদ্দিন , নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৮ মার্চ ২০২৫, ২২:৪২

শেয়ার করুনঃ
সরাইলে বন্ধু ফাউন্ডেশনের ঈদ উপহার পেল শতাধিক পরিবার

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন বন্ধু ফাউন্ডেশন বিভিন্ন দুর্যোগ ও ধর্মীয় উৎসবে মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে যাচ্ছে। সেই ধারাবাহিকতায় এবার ঈদ উপলক্ষে উপজেলার শতাধিক অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে সংগঠনটি।  

শুক্রবার (২৮ মার্চ) বিকেল সাড়ে চারটায় প্রাণিসম্পদ মাঠে এই উপহার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম মানিক, উচালিয়া পাড়া গ্রামের মো. ফজল মিয়া, সরাইল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মো. তাসলিম উদ্দিন, বন্ধু ফাউন্ডেশনের উপদেষ্টা সুদীপ দত্ত তনু, ভবুতুস চক্রবর্তী এবং মো. জহিরুল ইসলাম রিপন। কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়, যা পরিচালনা করেন ক্বারী জামাল উদ্দিন।  

এই কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেন বন্ধু ফাউন্ডেশনের প্রধান সন্দীপ দত্ত মানু। তার আর্থিক সহায়তায় অসহায় পরিবারগুলোর জন্য ঈদ উপহার হিসেবে সেমাই, চিনি, দুধ, কিসমিস ও ডাল বিতরণ করা হয়। ঈদ উপহার পেয়ে সুবিধাবঞ্চিত পরিবারগুলো আনন্দ প্রকাশ করে এবং সংগঠনের প্রতি কৃতজ্ঞতা জানায়।  

সংগঠনের সদস্যরা বলেন, ঈদের আনন্দ শুধু নিজের মধ্যে সীমাবদ্ধ না রেখে যদি গরিব-দুঃখী মানুষের সঙ্গে ভাগ করে নেওয়া যায়, তবেই ঈদ উদযাপন হবে প্রকৃত অর্থে স্বার্থক। তারা জানান, বন্ধুবান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতায় প্রতি বছরই ঈদ উপহার বিতরণ করা হয় এবং ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে।  

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif
অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের বিত্তবানরা যদি এমন উদ্যোগে এগিয়ে আসেন, তাহলে প্রতিটি ঘরেই ঈদের আনন্দ ছড়িয়ে পড়বে। দরিদ্র মানুষের মুখে হাসি ফোটানোর মতো মহৎ কাজ সমাজের প্রতিটি সচেতন নাগরিকের দায়িত্ব।  

সরাইল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মো. তাসলিম উদ্দিন বলেন, বন্ধু ফাউন্ডেশনের উদ্যোগ প্রশংসনীয়। তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে, যা নিঃসন্দেহে অনুকরণীয়।  

বন্ধু ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, ঈদ ছাড়াও তারা বিভিন্ন সময় অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে। ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এ ধরনের কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে।  

এই মানবিক উদ্যোগের ফলে সরাইল উপজেলার অসহায় মানুষগুলোর ঈদের আনন্দ আরও রঙিন হয়েছে। সমাজের অন্যরাও যদি এভাবে এগিয়ে আসে, তবে দারিদ্র্যক্লিষ্ট মানুষের মুখে হাসি ফোটানো আরও সহজ হবে।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

এ সম্পর্কিত আরও পড়ুন

ঈদের নামাজ শেষে জয়বাংলা স্লোগান, আ.লীগ-বিএনপি সংঘর্ষ, গুলিবদ্ধ

ঈদের নামাজ শেষে জয়বাংলা স্লোগান, আ.লীগ-বিএনপি সংঘর্ষ, গুলিবদ্ধ

নাটোরের লালপুর উপজেলার রামকৃষ্ণপুর ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল ফিতরের নামাজ শেষে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (৩১ মার্চ) সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে, যা মুহূর্তেই এলাকাটি উত্তপ্ত করে তোলে। সংঘর্ষে অন্তত ৭ জন আহত হয়েছেন, যার মধ্যে একজন গুলিবিদ্ধ হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯টার দিকে ঈদের নামাজ

বরিশালে ঈদের নামাজে দীর্ঘদিন পর এক কাতারে বিএনপি-জামায়াত, শান্তির বার্তা

বরিশালে ঈদের নামাজে দীর্ঘদিন পর এক কাতারে বিএনপি-জামায়াত, শান্তির বার্তা

পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত বরিশাল নগরীর বান্দরোড হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আজ সকাল ৮টায় শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। ঈদুল ফিতরের শুভক্ষণে হাজারো ধর্মপ্রাণ মুসল্লি একত্রিত হয়ে ঈদের প্রধান জামাতে অংশ নেন। এছাড়া নগরীর আমতলা মোড়ে বরিশাল ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র ও মডেল মসজিদে ঈদের দ্বিতীয় প্রধান জামাতও একই সময়ে অনুষ্ঠিত হয়। নামাজ শেষে দেশ ও মুসলিম উম্মাহর শান্তি কামনা করে

ঈদে ঘুরতে বের হয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নওগাঁয় যুবক নিহত

ঈদে ঘুরতে বের হয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নওগাঁয় যুবক নিহত

নওগাঁর সাপাহারে বন্ধুদের নিয়ে ঘুরতে বের হয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে শাহিন আলম (১৭) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন।  সোমবার (৩১ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার কালাইবাড়ী-দিঘিরহাট আঞ্চলিক সড়কের মিরাপাড়া নামক স্থানে এই দূর্ঘটনা ঘটে।  নিহত শাহিন আলম (১৭) পোরশা উপজেলার পশ্চিম হরিপুর গ্রামের মোহাম্মদ ইব্রাহিমের ছেলে।  আহতরা হলেন, সাপাহার উপজেলার আলাদীপুর গ্রামের তাহিরের ছেলে আহসান আলী(১৭)

প্রেমে ব্যর্থ হয়ে ঈদের সকালে যুবকের আত্মহত্যা

প্রেমে ব্যর্থ হয়ে ঈদের সকালে যুবকের আত্মহত্যা

ঝালকাঠির রাজাপুরে প্রেমে ব্যর্থ হয়ে মো. ওসমান খলিফা (২২) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। আজ সোমবার (৩১ মার্চ) পবিত্র ঈদুল ফিতরের সকালে উপজেলার গালুয়া ইউনিয়নের কানুদাসকাঠি এলাকায় এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত ওসমান ওই এলাকার বিল্লাল হোসেন খলিফার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন। পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, ওসমান খলিফার সঙ্গে গালুয়া দুর্গাপুর

শ্রীমঙ্গল শাহী ঈদগাহ মাঠে ঈদের জামাতে মুসল্লিদের ঢল

শ্রীমঙ্গল শাহী ঈদগাহ মাঠে ঈদের জামাতে মুসল্লিদের ঢল

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রতি বছরের ন্যায় এবারও যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে মুসলিম উম্মাহর অন্যতম বৃহৎ উৎসব পবিত্র ঈদুল ফিতর ২০২৫ উদযাপিত হয়েছে। শ্রীমঙ্গলের হবিগঞ্জ রোডে অবস্থিত ঐতিহ্যবাহী শ্রীমঙ্গল শাহী ঈদ মাঠে পবিত্র ঈদুল ফিতরের নামাজে মুসল্লিদের ঢল নামে। ঈদের দুই রাকাত ওয়াজিব নামাজ পড়তে ভোর থেকে উপজেলার বিভিন্ন এলাকা থেকে মুসল্লিরা জায়নামাজ হাতে নিয়ে শাহী ঈদগাহ মাঠে আসতে