প্রকাশ: ২৫ মার্চ ২০২৫, ২১:২৪
মেহেরপুরের গাংনীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অ্যালকোহল উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরে গাংনী যৌথ বাহিনীর মাদকবিরোধী ট্রান্সফোর্স গাংনী উপজেলার গাঁড়াডোব গ্রামের একটি হোমিও চিকিৎসকের চেম্বারে অভিযান চালায়। অভিযানে ১,১২২ বোতল অ্যালকোহল উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৭০ হাজার টাকা। এ সময় ওই নারী হোমিও ডাক্তার নিলুফার ইয়াসমিনকে আটক করা হয়।