প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:১৩
দিনাজপুরের হাকিমপুর উপজেলার বাওনা গ্রামে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হলো প্রমীলা প্রীতি ফুটবল টুর্নামেন্ট। বৃহস্পতিবার বিকেলে বাওনা ছাত্র কল্যাণ সমবায় সমিতির আয়োজনে অস্থায়ী মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়, যা ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।
প্রমীলা ফুটবল টুর্নামেন্টে অংশ নেয় পঞ্চগড় বনাম রাজশাহী নারী ফুটবল দল। নির্ধারিত সময়ে কোনো দলই গোল করতে পারেনি, ফলে ম্যাচ গড়ায় ট্রাইব্রেকারে। সেখানে পঞ্চগড়ের ঈশ্বিতার দল ৪-৩ গোলে রাজশাহীর স্বপ্নার দলকে পরাজিত করে।
প্রতিযোগিতার উদ্বোধন করেন আলিহাট ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সালাম। প্রধান অতিথি ছিলেন ঘোড়াঘাট উপজেলার পালশা ইউনিয়নের ইউপি সদস্য আতিয়ার রহমান। এছাড়াও ইউনিয়ন যুবদলের সভাপতি মনিরুজ্জামান জিয়া, খেলা কমিটির আহ্বায়ক গোলাম রসুল, সিরাজুল ইসলাম, আজিজার রহমানসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
নারী ফুটবলার ঈশিতা বলেন, “গত ২৮ জানুয়ারির খেলা স্থানীয় বিরোধের কারণে হয়নি। এবার মাঠে নেমে খেলতে পেরে খুবই আনন্দিত। প্রত্যন্ত অঞ্চলে এ ধরনের আয়োজন সত্যিই প্রশংসনীয়।”
যুবদল নেতা মনিরুজ্জামান জিয়া বলেন, "যুবসমাজকে মোবাইল আসক্তি ও মাদক থেকে দূরে রাখতে এবং নারীদের খেলাধুলায় আগ্রহী করতে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। দর্শকদের বিপুল সাড়া আমাদের ভবিষ্যতে আরও বড় পরিসরে আয়োজনের অনুপ্রেরণা দেবে।”
এর আগে গত ২৮ জানুয়ারি এই মাঠে ফুটবল টুর্নামেন্ট আয়োজনের সময় স্থানীয় বিরোধ সৃষ্টি হয়, যার ফলে খেলাটি বাতিল করা হয়। সংঘর্ষে সাংবাদিকসহ ১০ জন আহত হন। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে গত ৬ ফেব্রুয়ারি প্রথম প্রমীলা ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
১৭ ফেব্রুয়ারি দ্বিতীয়বারের মতো এই টুর্নামেন্ট আয়োজন করা হয়, যেখানে বিপুলসংখ্যক নারী-পুরুষ দর্শক উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন। আয়োজকরা আশা করছেন, ভবিষ্যতে এই অঞ্চলে আরও বড় পরিসরে নারীদের ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হবে।