প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৫, ০:৪৮
বরিশাল নগরীর কাশিপুর এলাকায় একটি দীঘি ও একটি পুকুর থেকে মানুষের শরীরের বিভিন্ন অংশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রবিবার সকালে ২৯ নম্বর ওয়ার্ডের কাশিপুর উত্তর ইছাকাঠী এলাকার হাতেম মীরার দিঘির পাড়ে নীরব নামে একটি শিশু মানুষের পায়ের কাটা অংশ দেখতে পায়। সে স্থানীয়দের জানালে বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পায়ের অংশ উদ্ধার করে।
পুলিশ জানায়, ওই পায়ের অংশটি দীঘির পশ্চিম পাশে একটি পুকুরে ভাসছিল। পরে পুকুর থেকে আরও কিছু শরীরের অংশ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অংশগুলোর মধ্যে পায়ের অংশ ছাড়াও হাত, মাথা এবং কলিজা ছিল। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, শরীরের অংশগুলো পলিথিনে মোড়ানো ছিল এবং এটি দেখে তারা আতঙ্কিত হয়ে পড়েন।
পুলিশের ধারণা, উদ্ধারকৃত শরীরের অংশটি সম্ভবত কোনো শিশুর। তবে এসব শরীরের অংশ কীভাবে দীঘি ও পুকুরে এসেছে, তা এখনো নিশ্চিত করা যায়নি। তদন্তের জন্য সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হয়েছে এবং পুলিশ আশপাশের এলাকা তল্লাশি অব্যাহত রেখেছে। ফায়ার সার্ভিসের ডুবুরি দলও ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে অংশ নিয়েছে।
বিএমপি এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন শিকদার বলেন, এটি একটি জটিল ঘটনা, এখনো কোনো মন্তব্য করা যাচ্ছে না। আমরা বিস্তারিত তদন্ত চালিয়ে যাচ্ছি। স্থানীয়দের ধারণা, এটি একটি হত্যাকান্ড হতে পারে, তবে পুলিশ এখনো নিশ্চিত নয়।