প্রকাশ: ১৪ মে ২০২৫, ২১:১১
সিলেট বিভাগে হঠাৎ করে ডেঙ্গু রোগের প্রভাব বেড়ে গেছে। ২৪ ঘণ্টার ব্যবধানে সিলেট বিভাগে নতুন করে ৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। বর্তমানে বিভিন্ন সরকারী ও বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৬ জন ডেঙ্গু রোগী। তবে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সকল রোগীর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে এবং তেমন কোনো জটিলতা দেখা যায়নি।