প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৪, ২২:৩৭
জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়নের তাজপুর এলাকার সীমান্ত পিলারের পাশ থেকে শ্যামচরণ পাহান (৬২) নামে এক আদিবাসী বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, শ্যামচরণ পাহান দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। তার পরিবার তাকে প্রায়শই বাড়ির মধ্যে বন্দী করে রাখত। সোমবার রাতে খাওয়া-দাওয়া শেষে ঘুমাতে গিয়ে তিনি বাড়ির বাইরে চলে যান, এবং পরদিন সকালে স্থানীয় কৃষক তার লাশ দেখতে পান। কৃষক যখন আলুর ক্ষেতে কাজ করতে যান, তখন তিনি বৃদ্ধার মৃতদেহটি দেখতে পান এবং খবর দেন স্থানীয় পুলিশ ও বিজিবি সদস্যদের।
পুলিশের দ্রুত পদক্ষেপে, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ কাওছার আলী জানান, ঘটনার পর তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
নিহত শ্যামচরণ পাহান উপজেলার তাজপুর গ্রামের বাসিন্দা এবং তার পিতার নাম ছিল জিতু পাহান। স্থানীয় ইউপি সদস্য, পুলিশ ও বিজিবি ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি পর্যালোচনা করেন।
এ ঘটনাটি স্থানীয় জনগণের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। অনেকেই মনে করছেন, বৃদ্ধার মৃত্যু হয়তো মানসিক সমস্যার কারণে অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি করেছে, তবে পুলিশ মৃত্যুর প্রকৃত কারণ জানাতে তদন্ত চালিয়ে যাচ্ছে।
এই ঘটনার পর স্থানীয়রা বলেন, শ্যামচরণ পাহান মানসিক অবস্থা ভালো না থাকায় প্রায়শই তিনি বাড়ির বাইরে বেরিয়ে পড়তেন, তবে কখনও এমন অস্বাভাবিক ঘটনা ঘটবে, তা কেউ ভাবেনি।