প্রকাশ: ৫ ডিসেম্বর ২০২৪, ২২:৫৩
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কুসুম্বা ইউনিয়নের গাঙ্গুরিয়া মঠপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত তাফসীরুল কোরআন ও ওয়াজ মাহফিলে বক্তারা দেশের চলমান রাজনৈতিক ও সামাজিক অবস্থা নিয়ে আলোচনা করেন। বুধবার রাত ১০টায় বায়তুন নুর জামে মসজিদ ও যুব সমাজের আয়োজনে অনুষ্ঠিত এ মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও মহনা টিভির আলোচক মাওলানা মো. রহমাতুল্লাহ আজাদী।
তিনি তার বক্তব্যে বলেন, "বাংলাদেশের মাটিতে কোনো বৈষম্য থাকবে না। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই একসঙ্গে বসবাস করবে। কিন্তু দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র আমরা সফল হতে দেব না।" তিনি আরও উল্লেখ করেন, "যে যড়যন্ত্র চলছে, তা মোকাবিলায় আমরা সর্বদা প্রস্তুত।"
প্রধান বক্তা আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর প্রসঙ্গ টেনে বলেন, "তার শাহাদাতের জন্য এ মাটিতে অনেক মানুষ প্রাণ দিয়েছে। ফ্যাসিস্ট সরকারের আমলে নিরপরাধ মানুষকে অপরাধী বানানো হয়েছে। অপরাধীদের নির্দোষ দেখানোর চেষ্টা করা হয়েছে।"
তিনি আরও বলেন, "দেশে চলমান রাজনৈতিক পরিস্থিতি একটি অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে সমাধান করা সম্ভব। জনগণের অধিকার নিশ্চিত করতে এবং বৈষম্য দূর করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।"
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মঠপাড়া বায়তুন নুর জামে মসজিদের উপদেষ্টা মো. আ. জোব্বার মণ্ডল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর পপুলার ডায়াগনস্টিক সেন্টারের একাউন্টিং ম্যানেজার নুরজ্জামান ইসলাম। এছাড়া মসজিদের সহ-সভাপতি দেলোয়ার হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মাহফিলে বক্তারা দেশীয় ঐক্য, সাম্প্রদায়িক সম্প্রীতি এবং রাজনৈতিক ভারসাম্যের ওপর জোর দেন। দেশের উন্নয়ন ও স্থিতিশীলতার জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়।
আয়োজন শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়, যেখানে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি কামনা করা হয়।