https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

মেহেরপুরের বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে অপরিপক্ক লিচু

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৩ মে ২০২৪, ২৩:৫০

শেয়ার করুনঃ
মেহেরপুরের বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে অপরিপক্ক লিচু

মেহেরপুরের বাজারে উঠতে শুরু করেছে মধু মাসের রসালো ফল লিচু। তীব্র দাবদাহে লিচু ঝরে যাচ্ছে, তাই একপ্রকার বাধ্য হয়ে পরিপক্ক হহওয়ার আগেই লিচু বিক্রি করে দিচ্ছে বাগান মালিকরা। ফলে লিচুর আসল স্বাদ থেকে বঞ্চিত হচ্ছে ভোক্তারা। অপরিপক্ক লিচু না খাওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকগন। তবে লিচু অপরিপক্ক হলেও বাজারে বিক্রি হচ্ছে চড়া দামে।

কৃষি বিভাগের তথ্যমতে, জেলায় ৮০০ হেক্টর জমিতে লিচুর বাগান রয়েছে। শুরুতে ৬০ শতাংশ গাছে মুকুল এসেছিল। এ সব বাগানে, আটি লিচু, মোজাফর বোম্বাই, চিলি বোম্বাই, আতা বোম্বাই ও চায়না-থ্রি জাতের লিচু উৎপাদন হয়ে থাকে।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

লাভজনক হওয়ায় এ জেলায় লিচুর আবাদ বাড়ছে। এখানকার লিচু রাজধানী ঢাকা, চট্টগ্রাম, সিলেট, বরিশালসহ দেশের বিভিন্ন জেলায় যাচ্ছে।

চলতি মৌসুমে একটু দেরি করেই গাছে মুকুল এসেছিল তাও অনেক কম। উপরন্ত প্রচন্ড তাপদাহ ও অনাবৃষ্টির কারণে গাছ থেকে ঝরে গেছে অনেক লিচু। এতে লোকসান গুনতে হচ্ছে চাষিদের। কৃষকরা বলছেন, বৈরি আবহাওয়ার কারণেই পরিপক্ক হবার আগেই গাছ থেকে লিচু পেড়ে ফেলতে হচ্ছে। কারণ গাছ থেকে লিচু ঝরে পড়ছে। গাছে লিচু ফেটে যাচ্ছে। কাক্সিক্ষত দাম না থাকায় লোকসান গুনতে হচ্ছে চাষিদের। উৎপাদন খরচ তুলতে হিমশিম খেতে হচ্ছে তাদের।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

তবে লিচুর আবাদে চাষিরা লোকসান গুনলেও লাভবান হচ্ছেন ব্যবসায়ীরা। পরিপক্ক হবার আগেই লিচু বাজারে আসায় লিচুর স্বাদও কমছে বলে জানান ভোক্তারা। বাজারে লিচু কিনতে আসা আজমাইন হোসেন জানান, বাজারে নতুন ফল এসেছে। তাই বাড়ির ছেলে মেয়েদের জন্য কিনেছেন। যদিও একটু স্বাদ কম। আরো কিছুদিন গাছে থাকলে লিচু পরিপূর্ণ পুষ্ট হতো স্বাদও পাওয়া যেতো।

লিচু চাষি আব্দুল আলিম জানান, তার বাগানে শতাধিক লিচু গাছ থাকলেও ফল এসেছে অর্ধেক গাছে। আবার গত বছরের তুলনায় সেই গাছ গুলোতে লিচু দাঁড়িয়েছে কম। আর রোদ্রের তাপে গাছ থেকে লিচু একাই ঝরে পড়ছে। গাছে গোড়াই পানি দিয়েও তেমন একটা ফল পাওয়া যাচ্ছে না। আবার যেগুলো গাছে আছে, তা আবার আকারে ছোট। যার কারণে এবারে বাগানে যা লিচু পাওয়া যাবে তা তিন ভাগের এক ভাগ।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

ক্রেতা আমেনা খাতুন জানান, বাজারে প্রকারভেদে লিচুর দাম এবার একটু চড়া। প্রতি ১০০ লিচুর দাম হাঁকা হচ্ছে ২৫০ থেকে ৩০০ টাকা পর্যন্ত, প্রতি পিস হিসেবে যার দাম আসছে দুই টাকা পঞ্চাশ পয়সা থেকে তিন টাকা পর্যন্ত। এ বছর লিচুর দাম একটু বেশি হলেও মৌসুমি ফল হিসেবে ক্রেতারা এ লিচু কিনছেন বেশি দামে। এক পন (৮০) টি লিচু কিনলাম ২৪০ টাকায়। আরও বেশি নেয়ার ইচ্ছে ছিল তবে টক ও তুলনামূলক আঠির আকার বড়, রয়েছে পোকার আক্রমণও তাই বেশি কেনা হয়নি।

মেহেরপুর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা.জমির মোঃ হাসিবুস সাত্তার, জানান, হাইপোগ্লাইসিন এ সাধারণত কাঁচা বা আধা পাকা অর্থাৎ পাকা নয়, এমন লিচুতে পাওয়া যায়। এটি একটি অ্যামিনো অ্যাসিড, যা মারাত্মক বমি বমি ভাব সৃষ্টি করে। অন্যদিকে মিথাইলিন-সাইক্লো-প্রোপাইল-গ্নাইসিন উপাদানটি গ্রহণের ফলে রক্তে শর্করার পরিমাণ দ্রুত কমে যায়। এর কারণে বমি, অচেতন এবং দুর্বল হয়ে পড়ে রোগী। কাঁচা বা আধা পাকা লিচু খাওয়া থেকে বিরত থাকা উচিৎ। এ বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন। সেই সঙ্গে সচেতনতাও বাড়াতে হবে।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিজয় কৃষ্ণ হালদার জানান,লিচুর গুণগত মান ধরে রাখার জন্য আরও কয়েকদিন পর লিচু বাজারজাত করার পরামর্শ দেয়া হচ্ছে কৃষকদের। শিলাবৃষ্টি এবং ঝড় ছাড়া বর্তমানে যে আবহাওয়া বিরাজ করছে তা লিচুর জন্য উপযোগী। অপরিপক্ক লিচু খেলে ভোক্তরা লিচুর পুষ্টিমান পাবে না। লিচুর স্বাদ থেকেও বঞ্চিত হবে। এমনকি লিচুর যে ওজন হওয়ার কথা তাও হবে না।

এ সম্পর্কিত আরও পড়ুন

ভারত থেকে ৩৬ হাজার টন সিদ্ধ চাল এসেছে

ভারত থেকে ৩৬ হাজার টন সিদ্ধ চাল এসেছে

আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র চুক্তির আওতায় ভারত থেকে আমদানিকৃত ৩৬ হাজার ১ শত মেট্রিক টন সিদ্ধ চালের একটি চালান চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। এ চালানটি ‘প্যাকেজ-৭’ হিসেবে চিহ্নিত এবং এটি উন্মুক্ত দরপত্র চুক্তির অংশ। এই চালান বহনকারী জাহাজটির নাম ‘এমভি ফ্রোসো কে’।   শনিবার খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ইমদাদ ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চট্টগ্রাম বন্দরে জাহাজটি সুষ্ঠুভাবে নোঙর

বাণিজ্যযুদ্ধে যুক্তরাষ্ট্র-চীন, কমেছে তেলের দাম রেকর্ড পর্যায়ে

বাণিজ্যযুদ্ধে যুক্তরাষ্ট্র-চীন, কমেছে তেলের দাম রেকর্ড পর্যায়ে

যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে ফের শুরু হয়েছে উত্তপ্ত বাণিজ্যযুদ্ধ। বিশ্ব অর্থনীতির সবচেয়ে বড় এই দুই শক্তিধর দেশ একে অপরের ওপর পাল্টাপাল্টি শুল্ক আরোপ করায় নতুন করে উত্তেজনা ছড়িয়েছে আন্তর্জাতিক বাজারে। বিশেষ করে জ্বালানি তেলের বাজারে এর বড় প্রভাব পড়তে শুরু করেছে। বিশেষজ্ঞরা বলছেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের বাণিজ্য দ্বন্দ্বের কারণে বৈশ্বিক বাজারে তেলের চাহিদা নিয়ে নতুন করে শঙ্কা দেখা দিয়েছে। যার

বিনিয়োগ সম্মেলনে নিলোর্নের সঙ্গে চুক্তি, আড়াইহাজারে অত্যাধুনিক কারখানা

বিনিয়োগ সম্মেলনে নিলোর্নের সঙ্গে চুক্তি, আড়াইহাজারে অত্যাধুনিক কারখানা

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে সুইডিশ কোম্পানি নিলোর্নের নতুন কারখানা স্থাপনের জন্য একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। এই চুক্তিটি সম্প্রতি বাংলাদেশ বিনিয়োগ বোর্ডের (বিডা) আয়োজনে চার দিনব্যাপী বিনিয়োগ সম্মেলনের দ্বিতীয় দিনে স্বাক্ষরিত হয়। সমঝোতা স্মারক সই করার সময় উপস্থিত ছিলেন নিলোর্ন বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল কাইয়ুম এবং বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোনের ব্যবস্থাপনা পরিচালক তারো কাওয়াচি।  নিলোর্নের এই নতুন

বাণিজ্য ঘাটতি কমাতে ১০০ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দিচ্ছে যুক্তরাষ্ট্র-বাণিজ্য উপদেষ্টা

বাণিজ্য ঘাটতি কমাতে ১০০ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দিচ্ছে যুক্তরাষ্ট্র-বাণিজ্য উপদেষ্টা

বাংলাদেশ সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমানোর জন্য আরও ১০০ পণ্যকে শুল্কমুক্ত সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এ লক্ষ্যে সোমবার (৭ এপ্রিল) বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির (ইউএসটিআর) কাছে একটি চিঠি পাঠিয়েছেন। এর আগে, বাংলাদেশি পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের আরোপ করা ৩৭ শতাংশ বাড়তি শুল্ক তিন মাসের জন্য স্থগিত করার দাবি জানিয়ে চিঠি পাঠিয়েছিলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। চিঠিতে বলা

বৈশ্বিক বিনিয়োগের দুয়ার খুলতে ঢাকায় শুরু ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট’

বৈশ্বিক বিনিয়োগের দুয়ার খুলতে ঢাকায় শুরু ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট’

দেশের অর্থনীতিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে এবং বৈশ্বিক বিনিয়োগ আকর্ষণের বড় উদ্যোগ হিসেবে আজ থেকে ঢাকায় শুরু হচ্ছে ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২৫’। চার দিনব্যাপী এই আন্তর্জাতিক আয়োজনে বিশ্বের ৫০টি দেশের ৫৫০ জনের বেশি বিনিয়োগকারী ও উদ্যোক্তা অংশ নিচ্ছেন বলে জানিয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী জানিয়েছেন, এবারের সম্মেলনের অন্যতম