প্রকাশ: ১ আগস্ট ২০২৫, ১২:১১
রাজধানীর বাজারে টানা এক মাসেরও বেশি সময় ধরে সবজির দাম ঊর্ধ্বমুখী। মাঝে এক-আধদিন কিছুটা কমলেও শুক্রবার (আজ) আবারও নতুন করে দাম বেড়েছে, বিশেষ করে ছুটির দিনের কেনাকাটার চাপ পড়তেই চাহিদা অনুযায়ী জিনিসপত্রের দাম আরও চড়েছে।
আজকের বাজার ঘুরে দেখা যায়, অধিকাংশ সবজির দামই ৬০ টাকার ওপরে। কিছু সবজি যেমন বেগুন ও বরবটি বিক্রি হচ্ছে প্রতি কেজি ১২০ টাকায়, যা সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। অন্যদিকে সবচেয়ে সস্তা সবজি হিসেবে মিষ্টি কুমড়া ও পেঁপে কেজিপ্রতি ৩০ টাকায় বিক্রি হচ্ছে।
রাজধানীর মহাখালী, মালিবাগ ও মগবাজারসহ বিভিন্ন বাজারে ঘুরে এমন চিত্র পাওয়া গেছে। বেগুন প্রতি কেজি ১২০, শসা (দেশি) ১০০, শসা (হাইব্রিড) ৮০, করলা ১০০, পটল ৬০, ঢেঁড়স ৬০, চিচিঙ্গা ৬০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া, লাউ প্রতি পিস ৭০, জালি ৬০, পেঁপে ৩০, কাঁচা মরিচ ২৪০, টমেটো ১৮০, গাজর ১৬০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
বাজার করতে আসা বেসরকারি চাকরিজীবী খাদেমুল ইসলাম বলেন, “রমজানে আমরা অনেক কষ্টে সবজি কিনেছি, কিন্তু এখন তো রমজানও না। তবু বেগুনের কেজি ১২০ টাকা, যা একেবারেই অযৌক্তিক। বাজারে তদারকি নেই, দাম নিয়ন্ত্রণে কোনো উদ্যোগ চোখে পড়ে না।”
মগবাজারের ক্রেতা শহিদুল ইসলাম বলেন, “আজ শুক্রবার হওয়ায় বাজারে ভিড় বেশি, সেই সঙ্গে দামও বেড়েছে। সবজির মধ্যে শুধু মিষ্টি কুমড়া আর পেঁপে কেজি ৩০ টাকা দরে মিলছে, বাকি সবকিছুই বেশি দামে।”
সবজির দামে এই অস্বাভাবিক বৃদ্ধি প্রসঙ্গে মালিবাগ বাজারের বিক্রেতা আলমাস আলী বলেন, “পাইকারি বাজারে সবজির দাম অনেক বেশি, তাই খুচরা বিক্রিতে আমরা লাভ রাখার সুযোগও পাই না। চাহিদা থাকলেও দাম বেশি হওয়ায় বিক্রি কমে যাচ্ছে।”
তিনি আরও জানান, “বেশিরভাগ সবজির মৌসুম শেষ হয়ে গেছে, যার ফলে সরবরাহ কম। তার ওপর কয়েকদিনের বৃষ্টিতে পরিবহন ও সংরক্ষণের সমস্যা হয়েছে, যা সরবরাহ ব্যাহত করেছে এবং দাম বাড়িয়েছে।”
এদিকে বাজার সংশ্লিষ্টদের মতে, সরকারি পর্যায় থেকে বাজার মনিটরিং জোরদার করা না হলে সাধারণ মানুষ প্রতিদিনের নিত্যপ্রয়োজনীয় এই খাদ্যপণ্যে ভোগান্তির শিকার হতেই থাকবে।