প্রকাশ: ১৩ মার্চ ২০২৪, ১:৪৩
পৃথিবীর বিভিন্ন দেশে রমজানে দ্রব্যমূল্য কমলেও ব্যতিক্রম শুধু বাংলাদেশে। আমদানি কম থাকার অজুহাতে বা আমদানি খরচ বেশির কথা বলে চড়া মূল্যে পণ্য বিক্রি করছেন অসাধু ব্যবসায়ীরা।
উল্লাপাড়ার বিভিন্ন বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, রমজানের আগে যে পন্যসামগ্রী কমদামে বিক্রী হতো তা এখন চড়া দামে বিক্রি হচ্ছে। আর ক্রেতাদের বলা হচ্ছে বেশীদামে কেনা তাই বেশি দামেই বিক্রি করতে হচ্ছে। বিশেষ করে ইফতারির বাজারে আগুন।
সাধারণতঃ যে খেজুর ২৪০ টাকা থেকে ২৫০ টাকা কেজি দরে বিক্রি হতো তা এখন ৪৫০ থেকে ৫০০ টাকা দরে বিক্রি হচ্ছে। নিম্ন মানের খেজুর যে গুলো ১৫০ থেকে ২০০ টাকায় বিক্রি হতো তার দাম নেয়া হচ্ছে ৩০০ থেকে ৪০০ টাকা।
কাঁচা বাজারের অবস্থা আরো ভয়াবহ। এক ঘন্টার ব্যবধানে দাম বাড়ানো হচ্ছে কেজিতে ১০ থেকে ২০ টাকা। এছাড়া সকালে একদাম বিকেলে আরেক দাম।
এহেন অবস্থায় বাজার মনিটরিং ব্যবস্থা জোড়দার করা না গেলে পরিস্থিতি আরো ভয়াবহ আকার ধারণ করবে বলে সাধারণ মানুষের ধারনা।