প্রকাশ: ১৩ অক্টোবর ২০২২, ০:২৬
সরাইল হতে ব্রাহ্মণবাড়িয়া আওতাধীন এলাকার সদর উপজেলা বিশ্ব রোড় থেকে, নন্দনপুর বাজার, সুহিলপুর বাজার, ঘাটুরা মোড় এলাকার পথচারীদের আশা যাওয়ার যাতায়াতের সড়কের ছোট- বড় খানাখন্দে বেহাল দশা, এতে করে চরম দুর্ভোগে পথচারী ও পরিবহন শ্রমিকরা, ছবিটি- ঘাটুরা এলাকা থেকে তোলা।