https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

হিলি বন্দরে ভারত থেকে রেলপথে এলো ভুট্টা

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২ জুলাই ২০২২, ০:১৮

শেয়ার করুনঃ
হিলি বন্দরে ভারত থেকে রেলপথে এলো ভুট্টা

দেশের বাজারে চাহিদা থাকায় ভারত থেকে দিনাজপুরের হিলি স্থলবন্দরে রেলপথে ১ হাজার ৫৬৪ মেট্রিকটন আমদানিকৃত ভুট্টা বোঝাই ওয়াগেন এসে পৌঁচেছে। 

রেলপথে ২৭টি ওয়াগনে করে এসব ভুট্টা হিলি রেলস্টেশনে পৌঁছায়। এতে ভাড়া বাবদ সরকারের রাজস্ব আদায় হয়েছে ৫ লাখ ২০ হাজার ৮৬৮ টাকা।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

শনিবার (২ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন হিলি রেলস্টেশন মাস্টার তপন কুমার চক্রবর্তী। 

তিনি বলেন, গত বৃহস্পতিবার (৩০ জুন) হিলি রেলস্টেশনে ভারত থেকে রেলপথে আমদানি করা ভুট্টা এসেছে। ভুট্টাগুলো আমদানি করেছে হিলির মেসার্স সুমন নামের আমদানিকারক প্রতিষ্ঠান।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

হিলি স্থলবন্দরের মেসার্স সুমন ট্রেডার্স এর স্বত্বাধিকারী সুমন মন্ডল বলেন, দেশের বাজারে ভূট্রার ব্যাপক চাহিদা রয়েছে। বিশেষ করে ফিড মিলগুলোতে এসব ভূট্রার চাহিদা বেশি। ভারত থেকে রেলপথে ২৭ টি ওয়াগনে ১ হাজার ৫৬৪ মেট্রিকটন ভূট্রা এসে পৌঁচেছে। এগুলো দেশের বিভিন্ন ফিড মিলে পাঠানো হবে। 

এ সম্পর্কিত আরও পড়ুন

ইতিহাসে সর্বোচ্চ দাম, স্বর্ণের বাজারে বড় ঝাঁকুনি

ইতিহাসে সর্বোচ্চ দাম, স্বর্ণের বাজারে বড় ঝাঁকুনি

পবিত্র ঈদুল ফিতরের আগে বাংলাদেশে স্বর্ণের দাম আবারও বৃদ্ধি পেয়েছে। শুক্রবার (২৮ মার্চ) সন্ধ্যায় বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক বিজ্ঞপ্তিতে জানায়, ১ হাজার ৭৭৩ টাকা বেড়ে এখন এক ভরি (১১.৬৬৪ গ্রাম) ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের দাম ১ লাখ ৫৭ হাজার ৮৭২ টাকা দাঁড়িয়েছে, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। নতুন এই দাম ২৯ মার্চ থেকে কার্যকর হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে

চট্টগ্রাম বন্দরে লাইটার জাহাজের অবস্থান নিয়ন্ত্রণে কঠোর নির্দেশনা

চট্টগ্রাম বন্দরে লাইটার জাহাজের অবস্থান নিয়ন্ত্রণে কঠোর নির্দেশনা

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে লাইটার জাহাজগুলোর অনিয়ন্ত্রিত অবস্থান ঠেকাতে কড়া নির্দেশনা দিয়েছে বন্দর কর্তৃপক্ষ। বড় জাহাজ থেকে পণ্য খালাসের পর ৭২ ঘণ্টার মধ্যে তা নির্ধারিত গন্তব্যে পৌঁছাতে হবে, অন্যথায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) এই নির্দেশনা জারি করা হয় এবং শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক। বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, সম্প্রতি লক্ষ্য করা গেছে, মাদার

বাংলাদেশে পাকিস্তানের চাল রপ্তানি, বাণিজ্যে নতুন দিগন্ত

বাংলাদেশে পাকিস্তানের চাল রপ্তানি, বাণিজ্যে নতুন দিগন্ত

পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পর এই প্রথমবারের মতো সরকারি পর্যায়ে সরাসরি বাণিজ্য পুনরায় শুরু হয়েছে। শনিবার এক্সপ্রেস নিউজ জানিয়েছে, প্রথম সরকারি অনুমোদিত চালান পাকিস্তানের পোর্ট কাসিম থেকে বাংলাদেশে রওনা হয়েছে। এটি দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্কের এক ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।   বাংলাদেশ ট্রেডিং কর্পোরেশন অব পাকিস্তানের (টিসিপি) মাধ্যমে পাকিস্তানের কাছ থেকে ৫০,০০০ টন চাল কেনার চুক্তি

সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে যাচ্ছে ইলিশ

সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে যাচ্ছে ইলিশ

সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশিদের জন্য ১১ হাজার মেট্রিক টন ইলিশ রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার এ ঘোষণা দেন। তিনি জানান, ২০১২ সাল থেকে ইলিশ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা থাকলেও এবার প্রবাসীদের অনুরোধে সীমিত আকারে রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে।  ২০২৩-২৪ অর্থবছরে দেশে ইলিশের উৎপাদন ছিল ৫ দশমিক ৩০

সয়াবিন তেলের সরবরাহ বাড়ছে, রোজার আগে মিলবে স্বস্তি

সয়াবিন তেলের সরবরাহ বাড়ছে, রোজার আগে মিলবে স্বস্তি

সয়াবিন তেল সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো বারবার সংকট তৈরি করে দাম বাড়ানোর কৌশল সফলভাবে প্রয়োগ করছে। গত ডিসেম্বরে বাজার থেকে সয়াবিন তেল উধাও হলে সরকারকে ৮ টাকা দাম বাড়াতে বাধ্য করা হয়। সরবরাহ স্বাভাবিক হলেও কিছুদিন পর আবার তেলের সংকট তৈরি হয়েছে। আসন্ন রমজান মাসেও এই সংকট থাকবে কিনা, তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। এ বিষয়ে রোববার ভোক্তা অধিদপ্তরের এক বৈঠকে পাইকারি